কতই না গভীর আধাঁরে আমি, কতই না কঠিন পথে চলি
হতাশায় আমি ঘোষণা করি, যীশু তোমায় জীবন সপি
অন্ধকার চিরে, তুমি এলে, ভালোবেসে ক্ষমা করলে
নিয়তি পূর্ণ, কার্য্য সম্পন্ন, খ্রিস্ট যীশুই আশা জীবন্ত
হাল্লেলূইয়া, প্রভু তোমার স্ততি গাই
হাল্লেলূইয়া, মৃত্যু হেরেছে তুমিই জয়ী
তুমি ভেঙ্গে সব বাঁধন করেছ আমায় নূতন
তোমার নামেই আশা যে আমার
কেউ কি কখনো একটু ভেবেছ, কি করেছ যে দয়া এত
কেনই বা খ্রিস্ট হয়েও পাপ শূন্য, পাপের তরে ক্রুশারোপিত
ক্রুশের মহিমায়, হয়েছি মুক্ত, দিয়ে নিজ রক্ত, কিনলেন খ্রিস্ট
বিনামূল্যে দত্ত, জীবন অনন্ত, খ্রিস্ট যীশুই আশা জীবন্ত