তুমি আঘাত করেছো যারে | Tumi Aghat Korecho Jare Lyrics

তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা

তুমি অপমান করো যারে, সে যে তোমারেই পরিত্রাতা। x2

তুমি আঘাত করেছো যারে।

 

ঐ সুন্দর তনু রুধির ধারায় ভাসে,

যেনো শুভ্র কমল পঙ্ক সলিলে হাসে। x2

কাল ভেরি পরে শোননি কো তুমি

মহা জীবনের গাঁথা।

তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা

তুমি অপমান করো যারে, সে যে তোমারেই পরিত্রাতা।

তুমি আঘাত করেছো যার।

 

মৃত্যু তোরণ পার হতে যদি চাও,

ক্রুশের বারতা হে পথিক শুনে যাও। x2

অনুতাপ লয়ে বল শুধু একবার

ক্ষমা করো প্রভু, দনিতা ক্ষম আমার x2

জীর্ণ জীবনে পুষ্পিত হবে

প্রেম বসন্ত লতা।

তুমি আঘাত করেছো যারে, সে যে তোমারই মুক্তিদাতা

তুমি অপমান করো যারে, সে যে তোমারেই পরিত্রাতা।

তুমি আঘাত করেছো যার। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top