বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারে করুণা
হতে বঞ্চিত না হই কভু x2
এ আকাশ বাতাস এ নদ নদী
এ সাগর, পাহাড় এ বনালি x2
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছে যে দানে
কুহু কুহু কিল আর কুজনে
গুন গুন ভ্রমর আর গুঞ্জনে
কুহু কুহু কিল আর কুজনে
গুন গুন ভ্রমর আর গুঞ্জনে
প্রভাতে নিশিথে
সুর্যের, চাঁদের খেলা এই গগণে
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি x2
সত বাধা বিঘ্নের ও
মুখোমুখি যেন পড়ি
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী
হাসিতে প্রেমে, আর গান দিয়ে
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারে করুণা
হতে বঞ্চিত না হই কভু..