হে ঈশ্বর তুমি রক্ষা করো
আমরা তোমারই লয়েছি স্মরণ
পড়ুক ঝড়ের প্রভু তোমার আশীষ
তাতেই ধন্য হবে সবার জীবন
হে ঈশ্বর তুমি রক্ষা করো…
সংকটে বিপদে তোমাকে ডাকি
করি যে আর্তনাদ শোনো নাকি
নিবেদিত প্রাণ চায় শুধু ত্রাণ
আলোয় আলোয় ভরে যাবে যে মন
হে ঈশ্বর তুমি রক্ষা করো…
তোমার আশীষ প্রভু মাথায় নিয়ে
পার হয়ে যায় আঁধার নিশা
চরণ চিহ্ন তব স্মরণ করে
আমরা যে পাই পথের দিশা
তোমার করুনা দয়া না পেলে
কে দেবে আঁধার মনে প্রদীপ জ্বলে
চিত্ত সকল হোক নির্মল
তোমারই আদেশ মেনে চলি সারাক্ষণ
হে ঈশ্বর তুমি রক্ষা করো ..