He Ishwar Tumi Rakhya Koro Lyrics | হে ঈশ্বর তুমি রক্ষা কর

 হে ঈশ্বর তুমি রক্ষা কর

 

হে ঈশ্বর তুমি রক্ষা কর,

আমরা তোমারি রয়েছি সরণ ।

পডুক ঝরে প্রভু তোমারি আশীস  

তাতেই ধন্য হবে সবার জীবন। ( ২ )

 

  ২) সঙ্কটে বিপদে তোমাকে ডাকি,

করি যে আর্তনাদ শোন নাকি। ( ২ )

নিবেদিত প্রা্‌ন চায় শুধু ত্রান

আলোয় আলোয়  ভরে যাবে যে মন।

হে ঈশ্বর তুমি রক্ষা কর…………

 

 ৩) তোমার আশিস প্রভু মাথায় নিয়ে

পার হয়ে যাই আঁধার নিশায়,

চরন চিহ্ন তব শরণ করে

আমরা যে পাই পথের দিশা।

(তোমার করুনা দয়া না পেলে,

কে দেবে আধাঁর মনে প্রদীপ জ্বেলে।) ( ২ )

চিত্ত সকল হোক নির্মম

তোমারি আদেশ মেনে চলি সারাক্ষ্ন।

হে ঈশ্বর তুমি রক্ষা কর…………

 

Lyrics:

He Ishwar Tumi Rakhya Koro

Amra Tomari Royechhi Saran.

Poduk Jhare Prabhu Tomari Ashis

Tatei Dhanya Hobe Sabari Jiban.

 

Sankate Bipade Tomake Daki

Kori Je Artanad Sono Naki

Nibedita Pran Chai Sudhu Tran

Aloi Aloi Bhore Jabe Je Mon

He Ishwar Tumi…..

 

Tomar Ashis  Prabhu Mathai Niye

Par Hoye Jai Andhar Nishai

Charan Chinya Taba Sharan Kore

Amra Je Pai Pather Disha

Tomar Karuna Dayan A Pele

Ke Debe Andhar Mone Pradip Jele

Chitya Sakal Hok Nirmal ( In place of “Nirmam” it will be “Nirmal” )

Tomari Adesh Mene Choli Sarakshyan

He Ishwar Tumi….

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top