এ পাপীর হৃদয়ে এসো প্রভু
Bangla Song Lyrics:
এ পাপীর হৃদয়ে এসো প্রভু
জুড়াও মোর দ্বগ্ধ প্রাণ
তুমি প্রভু মোর অন্তর্যামী
প্রভু তোমা বিনা নাহি মোর ত্রাণ
হে পাপীর হৃদয়ে এসো প্রভু
ভালবেসেছ তুমি দিলাম না তার দাম
তবু তুমি দিয়েছো অশেষ কৃপা দান
ধন্য প্রভু তোমারি ভালবাসা
প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ
হে পাপীর হৃদয়ে এসো প্রভু
জুড়াও মোর দ্বগ্ধ প্রাণ
তুমি প্রভু মোর অন্তর্যামী
প্রভু তোমা বিনা নাহি মোর ত্রাণ
হে পাপীর হৃদয়ে এসো প্রভু
সন্ধি করেছিলে যে তুমি মোর সনে
সেই সন্ধি রাখিনি পাপের কারণে
আমার জীবনে আলো জ্বেলে দাও প্রভু
এবার থেকে হব আমি তোমারি শুধু
চল্ব শুধু তোমারি দেখানো পথে
প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ
হে পাপীর হৃদয়ে এসো প্রভু
জুড়াও মোর দ্বগ্ধ প্রাণ
তুমি প্রভু মোর অন্তর্যামী
প্রভু তোমা বিনা নাহি মোর ত্রাণ
English
Ye Papir Hridaye Aso Prabhu
Jurao Mor Dwagdha Pran
Tumi Prabhu Mor Antarjami
Prabhu Toma Bina Nahi Mor Tran
Valobesechho tumi dilam na tar dam
Tabu tumi diyechho asesh kripa dan
Dhanya prabhu tomari valobasa
Prabhu toma bina nai mor tran
Sandhi korechhile je tumi mor sane
Sei sandhi rakhini paper karane
Amar jibane alo jele dao prabhu
Abar theke hobo ami tomari sudhu
Cholbo shudhu tomari dekhano pathe