তুমি আমার বন্ধু যীশু( Jesus you are my friend)
তুমি আমার বন্ধু যীশু
তুমি মম সাথী।
অন্ধকারে তুমি যে মোর
পথ-দেখানো বাতি ।
তুমি মম সাথী।
তুমি আমার বন্ধু যীশু
তুমি মম সাথী।
তুমি আমার পালক প্রভু
ভুলে আমায় যাওয়া না কভু।
তুমি আমার পালক প্রভু
ভুলে আমায় যাওয়া না কভু।
চোখে চোখে রাখ মোরে
চোখে চোখে রাখ মোরে
তুমি দিবস রাতি ।
তুমি মম সাথী।
তুমি আমার বন্ধু যীশু
তুমি মম সাথী।
তুমি সাথে আছ প্রভু
করি না আর ভয়।
আসুক যতই কঠিন বাধা
হবে আমার জয় ।
তুমি সাথে আছ প্রভু
করি না আর ভয়।
আসুক যতই কঠিন বাধা
হবে আমার জয় ।
ওগো পাপীর পরিত্রাতা
তুমি আমার মুক্তিদাতা।
ওগো পাপীর পরিত্রাতা
তুমি আমার মুক্তিদাতা।
তোমায় পেয়ে দুঃখের মাঝে
তোমায় পেয়ে দুঃখের মাঝে
আনন্দে তাই মাতি ।
তুমি মম সাথী।
তুমি আমার বন্ধু যীশু
তুমি মম সাথী।
অন্ধকারে তুমি যে মোর
পথ-দেখানো বাতি ।
তুমি মম সাথী
তুমি আমার বন্ধু যীশু
তুমি মম সাথী।