সত্য পথে চলতে গিয়ে | Satya Pathe Cholte Giye lyrics

সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে x2
জনবো তবু দয়াল প্রভু x2
তুমি রবে পাশে
দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে

কাজল মেঘে গগনখানি পড়বে ছেয়ে
যখন জানি x2
উজল রবি
জাগবে তখন x2
সুদুর মহাকাশে
দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে

চিত্ত আমার নিরাশ হয়ে
ঝিমিয়ে কভু পড়ে
আশার বাতি জ্বালবে প্রভু
তুমি মম তবে x2
জীবনে মোর আঁধার রাতে
আলোর আশিস লইব সাথে x2
তোমার স্মরি এগিয়ে যাবো -2
গভীরও আশ্বাসে দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে x2
জনবো তবু দয়াল প্রভু x2
তুমি রবে পাশে
দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top