সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে x2
জনবো তবু দয়াল প্রভু x2
তুমি রবে পাশে
দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে
কাজল মেঘে গগনখানি পড়বে ছেয়ে
যখন জানি x2
উজল রবি
জাগবে তখন x2
সুদুর মহাকাশে
দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে
চিত্ত আমার নিরাশ হয়ে
ঝিমিয়ে কভু পড়ে
আশার বাতি জ্বালবে প্রভু
তুমি মম তবে x2
জীবনে মোর আঁধার রাতে
আলোর আশিস লইব সাথে x2
তোমার স্মরি এগিয়ে যাবো -2
গভীরও আশ্বাসে দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে x2
জনবো তবু দয়াল প্রভু x2
তুমি রবে পাশে
দুঃখ যদি আসে
সত্য পথে চলতে গিয়ে
দুঃখ যদি আসে