স্বর্গের সিড়ি বেয়ে তুমি
তুমি এসেছিলে
এসেছিলে মাটীর ঘরে
মাটীর ঘরে
স্বর্গের সিড়ি বেয়ে তুমি
তুমি এসেছিলে
এসেছিলে মাটীর ঘরে
মাটীর ঘরে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
স্বর্গের সিড়ি বেয়ে তুমি
এ আকাশ এ বাতাস
পাখিরা যে গান গেয়ে যায়
তারা তোমার জন্ম বারতা শোনায়
এ আকাশ এ বাতাস
পাখিরা যে গান গেয়ে যায়
তারা তোমার জন্ম বারতা শোনায়
তুমি মেরির কোলে ও ও ও
গোয়াল ঘরে আহা আ আ
তুমি মেরির কোলে ও ও ও
গোয়াল ঘরে আহা আ আ
মানুষ বেশে জন্ম নিলে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
স্বর্গের সিড়ি বেয়ে তুমি
জানিনা মানিনা
আমি অন্য কিছু তো জানিনা
তোমায় ছাড়া কিছুই ভাবি না
জানিনা মানিনা
আমি অন্য কিছু তো জানিনা
তোমায় ছাড়া কিছুই জানি না
তুমি দুহাত ধরে ও….
তোমার করে আ…
তুমি দুহাত ধরে তোমার করে
তুমি তো আপন করে নিলে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
স্বর্গের সিড়ি বেয়ে তুমি
তুমি এসেছিলে
এসেছিলে মাটীর ঘরে
মাটীর ঘরে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
অবশেষে ভালবেসে
ক্রুশপরে জীবন দিলে
স্বর্গের সিড়ি বেয়ে তুমি
তুমি এসেছিলে
এসেছিলে মাটীর ঘরে
মাটীর ঘরে..