আমার মনের অন্ধকারে
তুমি সূর্য দাও x২
তোমার আলোয় রাঙ্গলো আমার
তোমার আলোয় রাঙ্গলো আমার
প্রানের দ্বীব্যলয়
আমার মনের অন্ধকারে
তুমি সূর্য দাও x২
১.শঙ্কা হারা অভয় বাণী
পায়নি কারো কাছে
বুঝিনি তো জীবন গড়ার
মত্র তোমার আছে x২
তোমার ক্ষমায় জুড়ায় আমার (২)
আকুতো হৃদয়
আমার মনের অন্ধকারে
তুমি সূর্য দাও x2
২.এই জীবনের একটি চাওয়া
একটি পাওয়া তুমি
তোমার প্রেমে
সরস হলো
মনের মরুভূমি(২) x২
আমার জীবন ক্লান্ত পাখি
মেলে দিলো ডানা
তোমার চরণ নীড় যে প্রভু
নির্ভুলো ঠিকানা x২
তুমি আমার জীবন শেষের(২)
শাশ্বত সঞ্চয়
আমার মনের অন্ধকারে
তুমি সূর্য দাও x২
তোমার আলোয় রাঙ্গলো আমার x২
প্রানের দ্বীব্যলয়
আমার মনের অন্ধকারে
তুমি সূর্য দাও