Prothom jibone cholar pothe lyrics | প্রথম জীবনে চলার পথে lyrics

প্রথম জীবনে চলার পথে
ছিব মোর ভুল নিশানা x২
শেষে তুমি দাঁড়ালে এসে দিলে -২
দিলে যে আমায় সঠিক ঠিকানা
প্রথম জীবনে চলার পথে
ছিব মোর ভুল নিশানা x২

যীশু তুমি পথ সত্য জীবন
তুমি ছাড়া যত পথ সবেতে মরণ x২
যত কষ্ট আসুক
যত দুঃখ আসুক x২
তোমা বিনা কোথাও যাবো না

তবে পথ দিয়ে ধরি তাহার চরণ
সেই পথে শেষে পাই পিতার ভবন x২
কেউ ভুল পথের যাত্রী হলে -২
স্বর্গে কখনো যাবেনা

যীশু খুলে দিলে কত অন্ধ নয়ন
তাই তারা করলো তার অনুসরণ x২
আজি অন্ধ হয়ে আছো -২
যীশুর কাছে এসো না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top