~: গানের কথা :~
*তোমার প্রশংসা করি
ওগো প্রিয় যীশু
তোমার স্তুতি করি
আমার প্রভু যীশু
হালেলুইয়া হালেলুইয়া
হালেলুইয়া আমেন
হালেলুইয়া হালেলুইয়া
হালেলুইয়া আমেন।।
জগতের মাঝে হারিয়ে ছিলাম
মনোনীত করলে
অন্ধকারে তলিয়ে ছিলাম
আলোয় নিয়ে এলে (2)
তোমার প্রশংসা করি…..
হালেলুইয়া হালেলুইয়া
হালেলুইয়া আমেন…….
প্রেমিক প্রভু ভালোবেসে
আপন করে নিলে,
ভেঙে যাওয়া এই হৃদয় টাকে
নতুন করে দিলে(2)
তাই তোমার গৌরব করি
ওগো প্রিয় যীশু
ধন্যবাদ তোমায় করি
আমার প্রভু যীশু।
হালেলুইয়া হালেলুইয়া
হালেলুইয়া আমেন
হালেলুইয়া হালেলুইয়া
হালেলুইয়া আমেন।।